আমাদের কথা

ভূত, অশরীরী, অতিলৌকিক বা অলৌকিক বলে কিছু নেই। এসবই মানুষের কল্পনার সৃষ্টি।

তারপরও ভয়, ভৌতিক, অলৌকিক গল্প বাঙালির খুবই প্রিয় বিষয়। এসব গল্প আমরা পড়তে, শুনতে, বলতে ভালোবাসি।

বাংলা সাহিত্যে ভূত, পিশাচ, শাকচুন্নী, জইক্কাকে নিয়ে যেমন আছে ভয়ের গল্প, তেমনি সাধক, তান্ত্রিক, চিরায়ত গ্রামবাংলাকে নিয়ে আছে অনেক অলৌকিক গল্প; আবার আছে মেছো ভূত, মামদো ভূতের হাস্যরসের গল্প।

এঘরানার চিরায়িত বাংলার লৌকিক সাহিত্যের একটি অসাধারণ চরিত্র - তারানাথ তান্ত্রিক।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের গল্পে এই চরিত্রের আর্বিভাব এবং বিস্তৃতি তারাদাস বন্দোপাধ্যায়ের কলমে।

কলকাতার মঠলেনের বাসিন্দা তারানাথের গল্পের ঝুড়ি হাজার বছরের গ্রামবাঙলার অলৌকিক সব গল্পে সমৃদ্ধ।

আমরা ঠাকুরদা, ঠাকুরমা'দের কাছে গ্রামবাঙলার নানান অলৌকিক-অদ্ভুতড়ে গল্প শুনে বড় হয়েছি; তারাতান্ত্রিক তান্ত্রিকের গল্পের ভান্ডার যেন সে সকল গল্পেরই প্রতিচ্ছবি।

শহর আর প্রযুক্তির এই যুগে সভ্যতার অবধারিত পরিণতি হিসেবে- আমাদের হাজার বছরের গ্রাম বাংলা বিলীন হতে চলেছে।

কিন্তু গ্রামবাংলার সেই অকৃত্রিম অলৌকিক ও অতিলৌকিক গল্পগুলো বেঁচে থাকুক নির্মল আনন্দ দেয়ার জন্য।

আমরা চাই- তারানাথ তান্ত্রিক বেঁচে থাকুক আমাদের মাঝে।

- ভয় ডট নেট

২টি মন্তব্য:

  1. Just present your registration data, and you’re set to play anytime, wherever. Also, it provides the most secure and best method to 솔카지노 deposit and withdraw money concerning banking options. You can use Mastercard, Visa, Paysafecard, Skrill, and Interac to deposit and withdraw money with lower than $10.

    উত্তরমুছুন
  2. This implies that over lengthy run|the lengthy term}, the sport will return 10 percent of all wagers it accepts to the on line casino that owns it. So if it accepts $1 우리카지노 million in wagers over 2 million spins, it would be expected to pay out $900,000, resulting in a on line casino gain of $100,000. Thus from the management’s perspective, the “price” it expenses is the ten percent it expects to collect from gamblers over time. Casino operators usually think of price in terms of|when it comes to|by method of} what identified as|is called|is named} the typical or expected house advantage on each wager placed by gamers. Basically, it’s the long-term edge that's constructed into the sport.

    উত্তরমুছুন